শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে হাওররক্ষা বাঁধের কাজ নিয়ম অনুযায়ী সম্পন্ন না করায় এবং ফসলরক্ষা বাঁধের কাজে গাফিলতির অভিযোগে শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের খাই হাওরের একটি পিআইসি কমিটিকে বাতিল করা হয়েছে। এদিকে একই অভিযোগে কাউয়াজুরী হাওরের দুইটি পিআইসি সভাপতিকে আটক করা হয়। পরে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়।
জানা যায়, শনিবার ফসল বাঁধের কাজ যথানিয়মে সম্পন্ন না করায় এবং ফসলরক্ষা বাঁধের কাজে গাফিলতির অভিযোগে ফসল রক্ষা বাঁধের ৬৬ নম্বর পিআইসি বাতিল করা হয়। এই পিআইসির সভাপতি বীরগাঁও গ্রামের বাসিন্দা কুহিনুর রহমান মিছবাহ ও সাধারণ সম্পাদক মখলিছুর রহমান। এদিকে কাউয়াজুরী হাওরের ৭৯নম্বর সিআইসির সভাপতি মো. মোজাহিদ খান ও ৮২ নম্বর পিআইসি কমিটির সভাপতি মছুনুর রহমান নিয়ম মেনে বাঁধের কাজ সম্পন্ন করার অঙ্গীকার করায় তাদের মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী মাহবুব আলম, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান জানান, ৬৬ নম্বর পিআইসির সভাপতি সহ কমিটির লোকজন প্রকল্পের কাজ নিয়ম অনুযায়ী না করায় এর আগেও জরিমানা করেছি। সরেজমিনে গিয়েও কাজের কোন অগ্রগতি না থাকায় কমিটি বাতিল করেছি। আগামীকাল থেকে নতুন কমিটির লোকজন কাজ শুরু করবে। বাঁধের কাজে কোন ছাড় দেওয়া হবে না। আশা করি এই প্রকল্পের কাজ দ্রুতই সম্পন্ন হবে। প্রতিটি প্রকল্পের কাজ যথা সময়ে বাস্তবায়ন করতে যা যা করা লাগবে তাই করবো।
- ছাতকে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি মৃত্যু
- ‘প্রতিটি শিক্ষার্থীকে সু-শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে’