‘জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় পিআইসি সদস্যদের নিয়ে হাওর রক্ষা বাঁধ নির্মাণে কারিগরি কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন বাস্তবায়ন ও মনিটরিং কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব।
উপজেলা পাউবো উপ-সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট পাউবো সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী।
তিনি বলেন, ২৮শে ফেব্রুয়ারির মধ্যে বাঁধের গুণগতমান বজায় রেখে কাজ সম্পন্ন করতে হবে। তিনি আরো বলেন, বাঁধ নির্মাণ কাজে কোন অনিয়ম মেনে নেওয়া হবে না। বাঁধের গোড়া থেকে মাটি উত্তোলন করা যাবে না। নীতিমালা অনুযায়ী সকলকে কাজ করতে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, পাউবোর জেলা উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী।
অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী আশরাফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জিয়াউর রহমান। পিআইসি সদস্যদের মাঝে বক্তব্য দেন মো. শাহাব উদ্দিন, জগদীশ চন্দ্র সরকার, বাবুল মিয়া, জালাল মিয়া, একলামুর রেজা চৌধুরী মানিক, মিহির পাল।
- চারিদিকে এতো অনাচার রোধিবে তা সাধ্য কার?
- জগন্নাথপুরে বাঁধের কাজ নিয়ে চরম উৎকণ্ঠা