বাঁধ নির্মাণে অগ্রগতি নিয়ে বিশ্বম্ভরপুরে সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে হাওরে বাঁধ নির্মাণ ও মেরামতে অগ্রগতি এবং পিআইসির কার্যক্রম বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিকরণে উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে ৯ নম্বর পিআইসির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা গণমিলনায়তনে বিআরডিএস’র নিবার্হী পরিচালক জান্নাত মরিয়মের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকতার্ কৃষিবিদ মো. নয়ন মিয়া।
সভায় আরও বক্তব্য রাখেন পাউবোর উপ—সহকারি প্রকৌশলী মো. মনছুর রহমান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, কার্য সহকারি আলামিন, উপজেলা মনিটরিং কমিটির সদস্য হুমায়ূন কবির মৃধা প্রমুখ।