সু.খবর ডেস্ক
দীর্ঘদিন ধরে ব্যাট হাতে রান পাচ্ছিলেন না মুশফিকুর রহিম। তাতে সমালোচনাটাও কম সহ্য করতে হয়নি তারকা এই ব্যাটারকে। এবার তিনি সেই সবকিছুর জবাব দিলেন রেকর্ডে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। শুধু সেঞ্চুরিই যে করেছেন এমনটা নয়, এই সেঞ্চুরিতে রেকর্ডও ভেঙেছেন মুশফিক। আইরিশদের বিপক্ষে আজকের ম্যাচে ৬০ বলে তিন অঙ্কের দেখা পেয়েছেন মুশফিক। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এটি সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল সাকিব আল হাসানের দখলে। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
এই সেঞ্চুরিতে আরও একটি মাইলফলক ছুঁয়েছেন মুশফিক। ওয়ানডেতে তৃতীয় বাংলাদেশি হিসেবে সাত হাজার রানের ক্লাবে জায়গা করে নিয়েছেন ডানহাতি এই ব্যাটার। তার আগে এই মাইলফলক ছুঁয়েছেন শুধু সাকিব আল হাসান এবং তামিম ইকবাল।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছেন বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ইনিংস শেষে আইরিশদের ৩৫০ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড এটি।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দশম ওভারে তামিম ইকবালের উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস মিলে গড়েন ১০১ রানের জুটি। ৭১ বলে ৭০ রান করে লিটন ফিরলেও ব্যাট হাতে অবিচল ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে সাকিব আল হাসান ফেরার পর দ্রুত সময়ের ব্যবধানে ফেরেন শান্ত।
দ্রুত দুই উইকেট হারানোর পর উইকেটে এসে বিধ্বংসী ব্যাটিং করেন মুশফিক। ৩৩ বলে তুলে নেন অর্ধশতক। অর্ধশতকের পরের ৫০ করতে মুশফিক সময় নেন মাত্র ২৭ বল। সেঞ্চুরি পেতে শেষ বলে মুশফিকের প্রয়োজন ছিল ১ রান। হিউমের ইয়োর্কার বলটা শর্ট মিডে ঠেলে দিয়ে সেটা তুলে নেন তিনি। আর দলও পেয়ে যায় ৩৪৯ রানের বিশাল সংগ্রহ।
সূত্র : সময়টিভিঅনলাইন
- শান্তিগঞ্জে রমজান উপলক্ষে ত্রাণ বিতরণ
- পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির শপথ ও অভিষেক