লম্বাটে বিশেষ ধরণের এ নৌকাটি সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলে বর্ষাকালে মাটি, পাথর ও ক্ষেত্র বিশেষে বালু বহনের জন্য বহুল ব্যবহৃত হয়। জেলার বিভিন্ন স্থানে বারকি নৌকা তৈরি করেন মিস্ত্রিরা। সুনামগঞ্জের মাইজবাড়ি থেকে কিনে আনা নৌকাটি যাচ্ছে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনসী গ্রামে। ভ্যানে করে নৌকাটি নিয়ে আসেন শ্রমিক আবদুর রহমান। মঙ্গলবার সকাল ১০টায় পাগলা বাজার থেকে ছবিটি তুলেছেন আমাদের শান্তিগঞ্জ প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ার।