স্টাফ রিপোর্টার
জেলা স্টেডিয়ামে চলছে দুই দিন ব্যাপি কুস্তি খেলা। গ্রাম গঞ্জের জনপ্রিয় এই খেলা দেখতে স্টেডিয়ামে ঢুকতে কিনতে হচ্ছে টিকেট। ক্রীড়া সংস্থা থেকে টিকেটের মূল্য ৩০ টাকা করে নির্ধারণ করে দেয়া হলেও ৫০ টাকা করে বিক্রি হয়েছে। অতিরিক্ত ২০ টাকা নেয়া হয়েছে দর্শনার্থীদের কাছ থেকে। দূর দূড়ান্তে থেকে টাকা পয়সা খরচ করে এসে টিকেট ব্যবস্থা দেখে হতবাক হন অনেকেই।
জানীগাঁও গ্রামের আব্দুল গনি বললেন, বহুত বয়স হয়েছে খেলা দেখি কিন্তু কোথাও টিকেট দেখিনি। এই প্রথম এসে কুস্তি খেলায় টিকেট ব্যবস্থা দেখলাম। ৫০ টাকা দিয়ে টিকেট ক্রয় করে মাঠে ঢুকতে পেরেছি।
পলাশ ইউনিয়নের আব্দুল মজিদ বললেন, আসা যাওয়াতে ২০০ টাকা খরচ। নিজের খরচ আরও দেড় দুইশ টাকা। তার মধ্যে টিকেট ৫০ টাকা। এক খেলা দেখতে এসে প্রায় একদিনের আয় শেষ।
প্রধান গেইটের টিকেট কাউন্টারের দায়িত্ব পালনরত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যাক্তি বললেন, সকাল থেকেই তারা ৫০ টাকা করে টিকেট বিক্রি করছেন। আগামীকাল হয়তো ৩০ টাকা হলেও হতে পারে।
এ বিষয়ে কুস্তি আয়োজন কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান বললেন, আমাদের নির্দেশনা দেয়া আছে ৩০ টাকা করে বিক্রি করার। আমরা সকালে মাঠে যাওয়ার পূর্বে হয়তো কেউ কেউ বাড়তি দামে বিক্রি করে থাকতে পারে। আমাদের যাওয়ার পর আর হয়নি।
- পৌরসভার নাগরিক সংবর্ধনা, প্রেসক্লাবের সকৃতজ্ঞ ধন্যবাদ জ্ঞাপন
- দর্শকবিহীন স্টেডিয়ামে কুস্তি প্রতিযোগিতা