স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এলাকায় বিআরটিসির চলন্ত বাসে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় শান্তিগঞ্জ ফিসারী এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় এক যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায় নি। তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বাসের যাত্রীরা জানান, বিআরটি সির যাত্রীবাহী বাস টি সি লেট থে কে সুনামগঞ্জ আস ছিল। সি লেট-সুনামগঞ্জ সড় কের শা ন্তিগঞ্জ ফিসা রি এলাকায় আসা মাত্র চলন্ত বাস টি র বাম দি কে কে বা কারা ঢিল ছুড়ে। এ তে বা সের জানালার গ্লাস ভে ঙে যায়। জানালার কা ছে বসা এক যাত্রী ঢি লের আঘা তে গুরুতর আহত হন। এসময় পু রো বা সে থাকা যাত্রী দের ম ধ্যে আতঙ্ক ছড়ি য়ে প ড়ে।
বা সের যাত্রী শ ফিকুল ইসলাম ব লেন, বা সে ঢিল ছু ড়ে হামলাকারীরা পা লি য়ে যায়। বৃ ষ্টি থাকায় আমরা হামলাকারী দের ধর তে পা রি নি।
বিআর টি সির প্র তি নি ধি সুয়াইব শুভ ব লেন, এর আ গেও আমা দের কাউন্টা রে হামলা হয়, কিন্তু সদর থানা মামলা নেয় নি। আজ কে আবার চলন্ত বা সে হামলা হয়ে ছে। বাস টি আমরা দ ক্ষিণ সুনামগঞ্জ থানায় পা ঠি য়ে ছি অ ভি যোগ দেয়ার জন্য।
দ ক্ষিণ সুনামগঞ্জ থানার ও সি (তদন্ত) ইকবাল বাহার জানান, এখন পর্যন্ত থানায় কেউ অ ভি যোগ দেয় নি।
- ধর্মপাশায় ১৬ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- বৃষ্টিতে বাড়ছে শীতের তীব্রতা