বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জে আওয়ামী লীগের জেলা সম্মেলনের উদ্বোধনী সমাবেশ থেকেই শনিবার বিএনপির জাতীয় কর্মসূচীর জবাব দেওয়া হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। অন্যদিকে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সুনামগঞ্জের ৮৮ ইউনিয়নে সফলভাবে ওই দিন পদযাত্রা এবং সমাবেশ করারও ঘোষণা দেওয়া হয়েছে। একারণে সুনামগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের নেতা কর্মীরা ¯œায়ুচাপে আছেন।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ১১ ফেব্রুয়ারির সম্মেলন উদ্বোধন করবেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, বিশেষ অতিথি প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, প্রধান বক্তা যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। অন্য বিশেষ অতিথিরা হলেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় সদস্য ড. মুশফিক হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, জেলা সহসভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, ড. জয়া সেন গুপ্তা এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি ও শামীমা আক্তার খানম এমপি।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করা হয়েছে শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে। শনিবার বেলা ১১টায়। সম্মেলনে কমপক্ষে ৫০ হাজার মানুষের সমাগমের চেষ্টা করছে জেলা আওয়ামী লীগ। এজন্য উপজেলাগুলোতে কর্মীসভাও করছেন দলের নেতারা। প্রতিটি ইউনিয়নের নেতাদেরও জমায়েতসহ সম্মেলনস্থলে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বললেন, জেলার ১২ উপজেলা ও ৮৮ ইউনিয়নের দলীয় দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জমায়েতসহ সম্মেলনে থাকার অনুরোধ জানানো হয়েছে। সুনামগঞ্জের এই সমাবেশ থেকেই ওইদিন জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সম্মেলনের সমাবেশই হবে আওয়ামী লীগের শান্তি সমাবেশ।
এদিকে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, গণতন্ত্র পূনরুদ্ধারসহ দশ দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীও হাওরাঞ্চলের এই জেলার ৮৮ ইউনিয়নে ওই দিন পালনের উদ্যোগ নিয়েছে বিএনপি। বেলা ১১ টায় ইউনিয়নে ইউনিয়নে শুরু হবে এই কর্মসূচী।
কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন জানিয়েছেন, সুনামগঞ্জের ৮৮ ইউনিয়নে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী সফল করার জন্য ১২ টি টিম করা হয়েছে। গেল আট তারিখে সকল উপজেলায় জেলা বিএনপির নেতারা সাংগঠনিক সফর করেছেন। ১১ তারিখে জেলা নেতারা উপজেলায় উপজেলায় থাকবেন। জেলায় থাকা কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্ব স্ব ইউনিয়নে কেন্দ্রীয় কর্মসূচী পালনের জন্য উপস্থিত থাকবেন।
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী তিনি ছাতক ও দোয়ারাবাজারের বিভিন্ন ইউনিয়নে কেন্দ্রীয় কর্মসূচী পালনের বিষয়টি মনিটরিং করবেন। দক্ষিণ ছাতকের সিংচাপইড় ও ভাতগাঁও ইউনিয়নের কর্মসূচীতে তিনি উপস্থিত থাকবেন।
- এনইইউবি আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল অনুষ্ঠিত
- আগ্নিকাণ্ডে নিঃস্ব এক পরিবার