স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বিজিবি ও বিএসএফ’র সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে তাহিরপুরের সীমান্ত এলাকার সায়েদাবাদ-নালিকাটা বর্ডার হাটে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভার নেতৃত্ব দেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক পিবিজিএম লে. কর্নেল. মো. মাহবুবুর রহমান ও শিলং ১৯৩ বিএসএফ’র কমান্ডার শ্রী রাজিব কুমার। সুনামগঞ্জ বিজিবির পক্ষে ১৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল ও বিএসএফ’র ১৯৩ ব্যাটালিয়নের পক্ষে ১২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল সমন্বয় সভায় অংশগ্রহণ করেন।
সভায় সীমান্তে ফায়ারিং দুর্ঘটনা বন্ধকরণ, মাদকদ্রব্য, গবাদী পশুসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ বিষয়ের উপর আলোচনা করা হয়।
- মধ্যনগরে বিক্রয়কেন্দ্র স্থানান্তরের দাবি এলাকাবাসীর
- ফিল্ম অ্যাপ্রিসিয়েশন প্রশিক্ষণ কোর্স সমাপ্ত