স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার শিখতে হবে। তথ্য প্রযুক্তিতে সারা বিশ্ব এখন এগিয়ে চলেছে। আমাদেরও ঠিক সেভাবে এগিয়ে যেতে হবে।
শনিবার সকালে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনোয়ার—উল—হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ।
সহকারী কমিশনার মো. শাহরিয়া আশরাফের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু ও শিক্ষক অনুপ নারায়ন তালুকদার।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০টি স্টল অংশ নেয়।
- সুনামগঞ্জে জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ মাহমুদ ইমনকে সংবর্ধনা
- দেশ শ্রীলঙ্কার মতো হবে না: পরিকল্পনামন্ত্রী