বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ডাচ্ বাংলা ব্যাংকের আর্থিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভার হল রুমে ইকবাল নগর ভার্ড চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
চক্ষু চিকিৎসা ক্যাম্পে পৌর শহরের বিভিন্ন এলাকার মোট ২৫০ জন চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয় এবং পরে রাতে ভার্ড চক্ষু হাসপাতালে ৮০ জন ছানীপড়া রোগীকে অপাশেন করে দেওয়া হয়।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনকালে পৌরসভার মেয়র নাদের বখ্ত, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, ডাচ্ বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক নীহার ভট্টাচার্য্য, ইকবাল নগর ভার্ড চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক (এএফও) মো. নূর হোসেনসহ পৌরসভার কমিশনারগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।