বিপন্ন প্রাণী তক্ষক উদ্ধার

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহর থেকে বিপন্ন প্রজাতির উপকারী নিরীহ সরীসৃপ জাতীয় প্রাণী তক্ষক উদ্ধার করা হয়েছে। ১১ ইঞ্চি লম্বা তক্ষকটি উদ্ধারের পর নিরাপদ আশ্রয়স্থলে অবমুক্ত করেছে জেলা বন বিভাগ।
রবিবার দুপুরে সুনামগঞ্জ বন অফিসের ভেতরে নিরাপদ আশ্রয়স্থলে তক্ষকটি অবমুক্ত করেন সুনামগঞ্জ বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মাহমুদুল হক খান। এর আগে শনিবার মধ্যরাতে সুনামগঞ্জ পৌর শহরের সোমপাড়ার একটি বাসা থেকে তক্ষকটি উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। বন বিভাগের কাছে তক্ষকটি হস্তান্তর করেন সুনামগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী আশরাফ খান।
এলাকাবাসি জানান, উদ্ধারকৃত তক্ষকটি কোটি টাকা মূল্য বলে প্রচারিত আছে। তবে এটি অসাধু চক্রের নিরীহ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার কৌশল বলে জানান জেলা বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা।
সুনামগঞ্জ সদর থানার পরিদর্শক ওয়ালী আশরাফ খান বলেন, এলাকাবাসি তক্ষকটি ধরার পর আমাদের খবর দেয়। আমরা তাৎক্ষণিকভাবে গিয়ে উদ্ধার করে নিয়ে আসি। দুপুরে বন বিভাগের কাছে হস্তান্তর করি।
জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মাহমুদুল হক খান বলেন, তক্ষকটি উদ্ধার করে তার থাকার উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়েছে। তক্ষক কোটি টাকায় বিক্রি হয়েছে এমন কোনো নজির নেই। এটি সম্পূর্ণ ভুয়া ও গুজব। তক্ষক পরিবেশের উপকারী প্রাণী। অসাধু চক্রের লোভের শিকার হয়ে বিলুপ্ত হওয়ার পথে। এটিকে বাঁচিয়ে রাখতে শিকার না করে কোথাও ধরা পড়লে বন বিভাগকে অবগত করার আহবান জানান তিনি।