সু.খবর রিপোর্ট
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্য নিয়ে দিরাইয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে র্যালি বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জর আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. রিপা সিনহা, প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, হাফিজ ইদ্রিস আহমদ, ব্র্যাক এরিয়া ম্যনেজার নিপেশ কান্ত দেব, ট্রেইনার অনিন্দিতা বিশ্বাস, সত্য রঞ্জন দাস, ভাটিবাংলা মহিলা সমিতির সভাপতি নার্গিস সুলতানা বুবলী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন নারী সংগঠনের সদস্যবৃন্দ। সহযোগিতায় ছিলো বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, ইসলামিক রিলিফ, স্বাবলম্বী ও ইউএনএফপিএ ।
মধ্যনগর
দিবস উপলক্ষে বেসরকারি সমাজিক সংগঠন জল জনপদ নারী ও শিক্ষা উন্নয়ন সংস্থা (জনাশিউস)’ এর উদ্যোগে দুপুর ২টায় বংশীকুন্ডা দক্ষিণ ইউপি ভবন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাজেদা আহমেদ। বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক মরিয়ম সুলতানা, ইউপি সদস্য মমতাজ বেগম, শামসুন্নাহার বেগম, রাজিয়া খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে একটি র্যালি বংশীকুন্ডা বাজার প্রদক্ষিণ করে ইউপি ভবনের সামনে শেষ হয়।
তাহিরপুর
তাহিরপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজন র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা’র সভাপতিত্বে এবং সাংবাদিক শওকত হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান প্রমুখ।
জগন্নাথপুর
জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক উনু মিয়ার পরিচালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) সুশংকর পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, জগন্নাথপুর মডেল মসজিদের পেশ ইমাম জুবায়ের আহমদ ও প্রশিক্ষক জলি বেগম। এরআগে র্যালি অনুষ্ঠিত হয়।
বিশ্বম্ভরপুর
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা প্রশাসন প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রাণী মোদক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প.প. কর্মকর্তা মো. আব্দুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা কৌশিক সরকার, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, বিআরডিএস পরিচালক জান্নাত মরিয়ম, এনজিও প্রতিনিধি লাভলি সরকার।
দোয়ারাবাজার
সকালে উপজেলা পরিষদের সামনে থকে একটি শোভাযাত্রার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ মোর্শেদ মিশু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম মিনা, দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা বিআরডিবি অফিসার শাহীনুর রহমান, উপজেলা ইফা’র মাওলানা জিয়া উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী এনামুল হক, প্রশিক্ষক হাসিনা বেগম, নিপা রানী দাস, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সাধারণ সম্পাদক আশিক মিয়া, উপদেষ্টা বজলুর রহমান, সহসভাপতি আলাউদ্দিন, কামাল পারভেজ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং এনজিও সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।
দিরাই
বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. রিপা সিনহা, প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, হাফিজ ইদ্রিস আহমদ, ব্র্যাক এরিয়া ম্যনেজার নিপেশ কান্ত দেব, ট্রেইনার অনিন্দিতা বিশ্বাস, সত্য রঞ্জন দাস, ভাটিবাংলা মহিলা সমিতির সভাপতি নার্গিস সুলতানা বুবলী প্রমুখ।
- অবশেষে পরমেশ্বরী মন্দিরে টিউবওয়েল স্থাপন
- বিভিন্ন উপজেলায় ৭ই মার্চ পালিত