সু.খবর রিপোর্ট
‘নিরাপদ জ্বালানি ও ভোক্তা বান্ধব পৃথিবী’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধর্মপাশা ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম সোহাগের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোশতানসির বিল্লাহ, ধর্মপাশা থানার ওসি মিজানুর রহমান, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবির ও ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার, সাংবাদিক তরিকুল ইসলাম পলাশ।
জামালগঞ্জ
জামালগঞ্জে ব্র্যাকের যক্ষা নিয়ন্ত্রণ বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর।
টিবি কন্ট্রোল প্রোগ্রামের জেলা ম্যানেজার সাইদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক।
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নমিতা রায় চৌধুরী, আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশারাফুজ্জামান, ভীমখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউপি প্যানেল চেয়ারম্যান মোশারফ তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান, সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা স্যানিটারী ও ফুড পরিদর্শক মো. আহসান, উপজেলা ব্র্যাক প্রোগ্রাম অফিসার তুষার কুমার রায়, ফিল্ড অর্গানাইজার সামছুল আবেদীন জনি, ইমাম মাও. ফরিদ ইসলামসহ একাধিক পল্লী চিকিৎসক প্রমুখ।
সভায় বাংলাদেশে যক্ষ¥া রোগের অবস্থা ও জাতীয় যক্ষ¥া নিয়ন্ত্রণ কর্মসূচির লক্ষ্যমাত্রা, যক্ষ¥া কী ও তার তার প্রকারভেদ, কীভাবে তা ছড়ায়, যক্ষ¥া রোগের লক্ষণ, রোগ শনাক্তকরণ, আইপিটি চিকিৎসা, টিপিটি ও এমডিআর টিবি নিয়ে আলোচনা করা হয়।
শান্তিগঞ্জ
‘নিরাপদ জ্বালানি,ভোক্তাবান্ধব পৃথিবী’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভোক্তার অধিকার দিবস উদযাপন উপলক্ষে শান্তিগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান।
বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, পাগলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, ব্যবসায়ী মিজানুর রহমান প্রমুখ।
ছাতক
ছাতকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির, অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ।
বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষণ কর্মকর্তা শফিকুর রহমান, ইসলামি ফাউন্ডেশনের মাঠ সুপার ভাইজার মাওলানা সৈয়দ জিয়াউর রহমান, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, শিক্ষক জাহানারা বেগম, অজয় কৃষ্ণ পাল, আব্দুল বাছির প্রমুখ।
এদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং ১৭ মার্চ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির প্রমুখ।
তাহিরপুর
তাহিরপুর
তাহিরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।‘নিরাপদ জালানি,ভোক্তা বান্ধব পৃথিবী’ এ শপথ নিয়ে বুধবার সকাল ১১টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ-দৌলা, উপজেলা সমাজসেবা অফিসার তৌফিক আহমেদ, সমবায় অফিসার আশিষ আচার্য্য,প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক,সাধারণ সম্পাদক লুৎফুর রহমান লাকসাব,তাহিরপুর বাজার বণিক সমিতির সভাপতি আবিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, উপজেলা যুব মহিলালীগ সভাপতি আইরিন আক্তার, সাধারণ সম্পাদক রেবা আক্তার, সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ, আব্দুল মান্নানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তাহিরপুর সদর বাজারের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।