বিশ^ম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ভাটিপাড়া গ্রামের প্রয়াত রমন বিহারী দাসের বাড়ীতে অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ভোর থেকে বিভিন্ন অঞ্চল থেকে আগত কীর্তনীয়া দল হরিনাম সুধা পরিবেশন করেন।
ভাটিপাড়া গ্রামের এড. রিপন চন্দ্র দাস ও তার পরিবার বর্গের আয়োজনে এবং ভাটিপাড়া গ্রামবাসীর সহযোগিতায় পূর্বপুরুষদের স্মরণে উক্ত শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়।
হরিনাম সংকীর্তনে নাম সুধা পরিবেশন করেন পিরিজপুর জেলা থেকে আগত বালিকা অষ্টসখী সম্প্রদায়, ব্রাহ্মণবাড়ীয়া জেলার গুরু দক্ষিনা সম্প্রদায়, গিলাগড়া মধ্যনগর উপজেলার ব্রজগোপী সম্প্রদায়, নয়াহাটি তাহিরপুর উপজেলার ঈশিতা সম্প্রদায়, মঙ্গলঘট ও শুভ অধিবাস পরিবেশনায় ছিলেন, জকিগঞ্জ উপজেলার শ্রীশ্রী রাধারানী সম্প্রদায়ের শ্রী বিধান ধর।
হরিনাম সংকীর্তনে সকল ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
- দোয়ারায় আনসার বিডিপির উপজেলা সমাবেশ
- খেতার শাহ’র উরুস শনিবার বসছে দোকানপাঠ, প্রস্তুতি সম্পন্ন