বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো, সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান, মাহফুজা আক্তার রিনা, সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক, থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম, জাতীয় পার্টির নেতা মো. আব্দুল কাদিও সহ সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, বিজিবি প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক বিভিন্ন দলের নেতৃবৃন্দ, নিকাহ রেজিস্টার বৃন্দ, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও স্থানীয় সাংবাদিকগণ।
সভায় অবৈধভাবে পাথর পরিবহন ও পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজি, উপজেলার বিভিন্ন এলাকায় সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলের অতিরিক্ত ভাড়া আদায়, মাদক পাচার, মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
- গ্রামীণ ব্যাংকের ত্রৈমাসিক বৈঠক
- ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা