বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ধনপুর বাজারে ‘নারী ও মেয়েদের প্রতি সহিংসতা সক্রিয় হই’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুর রুরাল ডেভেলমেন্ট সোসাইটি (বিআরডিএস) এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিআরডিএস’র সভাপতি জান্নাত মরিয়মের সভাপতিত্বে ও ব্র্যাকের কর্মী স্বপ্না আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মো. মুমিনুল ইসলাম মানিক, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উদীচী সাংগঠনিক সম্পাদক শফিকুল হাসান, বিআরডিএস’র সাধারণ সম্পাদক শামছুন্নাহার, নিবার্হী সদস্য শাবানা আক্তার, মো. রইছ মিয়া, মোছা. আলেয়া খানম প্রমুখ।
নারীর প্রতি সহিংসুতা প্রতিরোধে ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বর আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলনে দিবসটিকে স্বীকৃতি দেয়। জাতিসংঘ ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর দিবসটি পালনে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এ থেকেই আন্তজার্তিক ভাবে এ দিবসটি পালন হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বিশ্বম্ভরপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন করা হয়।
- জামালগঞ্জে শ্রী শ্রী গোপাল জিউ আখরার কমিটি গঠন
- শোক সংবাদ-শারফুল বিবি