বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে যথযোগ্য মর্যদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। দিবসের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তপক অর্পণ করা হয়। পুষ্পস্তপক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংন্তান কমান্ড, বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, উপজেলা শিল্পকলা একাডেমী, উপজেলা ক্রীড়া সংস্থা, প্রেসক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠী, সরকারি দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ, সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও সংগঠন।
সকালে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সর্বস্থরের অংশ গ্রহণে শোক র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন প্রদক্ষিণ করে। র‌্যালির পর উপজেলা শিল্পকলা একাডেমী শিল্পীরা দেশাত্ববোধক গান পরিবেশন করেন। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ’র সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, বিশ্বম্ভরপুর অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম, সরকারি ডিবিডি কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আ.জ.ম ডা. সালাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. আপ্তাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল আলম সিদ্দিকী, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মামুনুর রশিদ মামুন।
বক্তাগন বাংলা ভাষাকে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য জোর দাবি জানান। পরে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।