বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার্ মো. জাহাঙ্গীর হোসেনের সার্বিক পরিচালনায় ও মহিলা বিষয়ক অফিসের ফাইজুল ইসলামের সহযোগিতায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকতার্ (ভারপ্রাপ্ত) মো. মাহমুদুল হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকতার্ মো. রোমান হাসান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, জেন্ডার প্রমোটার মোবাশ্বিরা বেগম, শিক্ষক অঞ্জন কুমার দে সহ উপজেলার ইউনিয়ন পরিষদের সচিবগণ ও ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ।
সভায় কিশোর কিশোরীদের সংগীত চর্চা সহ প্রকল্পের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
- শান্তিগঞ্জ উপজেলার সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দের বিদায় সংবর্ধনা
- সাংবাদিক আলাউদ্দিনের অকাল মৃত্যুতে এমপি মানিকসহ বিভিন্ন মহলের শোক