বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ২০২২—২০২৩ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের সমলয়ে চাষাবাদের কম্বাইন হারভেস্টারের বোর ধান কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। গত সোমবার (১৫মে) উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতারকোনা গ্রামের মাঠে জমিতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোর ধান কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া। বক্তব্য রাখেন ধনপুর ইউপি চেয়ারম্যান মো. মিলন মিয়া। হাওর বহির্ভূত ছাতারকোনা গ্রামে মাঠের জমিতে ৫০জন উপকারভোগী কৃষক কৃষি যন্ত্রের মাধ্যমে বীজ বপন, রাইচ ট্রান্সপ্লাটারের মাধ্যমে চারা রোপন ও কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন করেছে। এতে কৃষকদের আর্থিক সাশ্রয় হয়েছে এবং ভালো ফলন হয়েছে বলে জানান কৃষকরা।
- বিশ্বম্ভরপুরে ঢাকা আহছানিয়া মিশনের প্রশিক্ষণ সম্পন্ন
- ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সেলাই মেশিন ও কাপড় বিতরণ