বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ গনমিলনাতয়ে উপজেলা নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
শিক্ষক দিলোয়ার হোসেন ও আবুল খায়ের’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
- তাহিরপুরে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ধর্মপাশায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ