বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় গণটিকা প্রদান বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ’র সভাপতিত্বে সভায় জানানো হয়, আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নে ৩টি করে কেন্দ্রে টিকা প্রদান করা হবে। প্রতিটি কেন্দ্রে ৩টি করে বুথ থাকবে এবং প্রতিটি কেন্দ্রে ৪শত জন করে ইউনিয়নে মোট ১২০০ জনকে টিকা দেয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল আল মারুফ, বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, ধনপুর ইউপি চেয়ারম্যান হযরত আলী, ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী, উপজেলা আ.লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নূরুল আলম সিদ্দিকী, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য বৃন্দ ও এনজিও প্রতিনিধি।
- ছাতকে পৌর সার্ভিস এসোসিয়েশনের মাবনবন্ধন
- বিশ্বম্ভরপুরে অবহিতকরণ সভা