বিশ্বম্ভরপুরে জাতীয় ভোটার দিবস পালিত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দেবো যোগ্য জনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র‌্যালি শেষে উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমার রায়। সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাদি উর রহিম জাদিদ।
সভায় জানানো হয়, আগামী ৫ মার্চ উপজেলা সদরসহ প্রতিটি ইউনিয়নে স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হবে। এ ব্যাপারে ব্যাপক প্রচার, প্রচারণার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানানো হয়। র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক, সহকারী শিক্ষা অফিসার মো. মাহমুদুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আল—আমিন, মৎস্য কর্মকর্তা কৌশিক সরকার, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল হাসান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।