বিশ্বম্ভরপুরে ঢাকা আহছানিয়া মিশনের অবহিতকরণ সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে এরজিও ঢাকা আহছানিয়া মিশনের আয়োজনে এক নতুন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ও বিস্তারিত উপস্থাপন করেন আহছানিয়া মিশনের প্রজেক্ট ম্যানেজার অরুপ রতন দাশ। সহযোগীতা করেন আহছানিয়া মিশনের একাউন্স অফিসার মো. সাদিকুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলেটটর এম এ হান্নান।
বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ্জত আলী খান, ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ জ ম সালাহ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।