বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে সরকারিভাবে খাদ্য গুদামে বোরো ধান ও চাল সংগগ্রহের জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জানানো হয়, আগামী সোমবার থেকে উপজেলা খাদ্য গুদামে ধান—চাল সংগ্রহ করা হবে। ১ হাজার ২৯৫ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে লটারীর মাধ্যমে ক্রয় করা হবে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ।
সভায় সরকারিভাবে ধান চাল ক্রয়ের বিস্তারিত তুলে ধরেন ‘উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিএম মুশফিকুর রহমান।
এছাড়াও ক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নয়ন মিয়া, বিশ্বম্ভরপুর খাদ্যগুদামের এলএসডি অবিনাশ চন্দ্র দাস।
- বিশ্বম্ভরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৭ মে
- ফয়েজ আহমদ অভি’র কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় আ.লীগ নেতা ডন