বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা সরকারি খাদ্য গোদামে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে সরকারি খাদ্য গোদামে ধান সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার ও ধান ক্রয় কমিটির সভাপতি মো. সাদি উর রহিম জাদিদ।
খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকতার্ (এরএসডি) অভিনাস চন্দ্র দাশের তত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল আলম সিদ্দিকী, খাদ্য পরিদর্শক মো. শাহিন মিয়া, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা আওয়ামী লীগ নেতা অলিমান তালুকদার, কৃষক জাহাঙ্গীর আলম, বাবলু রায় বর্মন প্রমুখ।
চলতি বোর মৌসুমে উপজেলার কৃষকদের কাছ থেকে সরাসরি ১ হাজার ২৯৫ মে.ট. ধান ক্রয় করা হবে। প্রতি মন ধানের মূল্য ১০৮০টাকা। লটারীর মাধ্যমে কৃষক বাছাই করে তাদের কাছ থেকে ধান ক্রয় করা হবে।
- বিশ্বম্ভরপুরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা
- দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন