বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা পুষ্টির সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক।
সূচনা কর্মসূচির টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) এ.কে শামীম আহমদ’র সঞ্চালনায় প্রজেক্টরের মাধ্যমে পুষ্টি বিষয়ে বিভিন্ন তথ্যভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রমজানুল হক।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. ছবাব মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, জনস্বাস্থ্য উপ সহকারী কর্মকর্তা মৃদুল কান্তি সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন পলাশ ইউপি প্যানেল চেয়ারম্যান স্বপন পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা কৌশিক সরকার, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ আহমদ, তথ্য আপা বিশ্বমিত্রা প্রমুখ।
সহযোগিতায় ছিলেন সূচনা কর্মসূচির এডভোকেসি ম্যানেজার মোহাম্মদ শাহিনুর হাসান।
- জামালগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মা সমাবেশ
- অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা