বিশ্বম্ভরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন’ স্লোগানকে সামনে রেখে শনিবার উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আ.জ. ম. সালাউদ্দীনের সার্বিক ব্যবস্থাপনায় মেলা অনুষ্ঠিত হয়।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণি সম্পদ অধিদপ্তর ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের ব্যবস্থাপনায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
প্রদর্শনী মেলায় স্থানীয় ও বিভিন্ন উন্নত জাতের গবাদি পশু, পাখি ও ঔষধ উপকরণসহ মোট ৩৬ টি স্টল অংশগ্রহণ করে। এর মধ্যে তিন ক্যাটাগরিতে প্রদর্শনী স্টলগুলোর মধ্য থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
গরু, মহিষ, ভেড়া ও ছাগল স্টলগুলোর মধ্য থেকে প্রথম পুরস্কার পেয়েছেন মোহাম্মদ রায়হান দ্বিতীয় হয়েছে, গোলাম আহমদ, তৃতীয় হয়েছেন নীতেন্দ্রকুমার পাল।
পাখি প্রজাতির মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন আশরাফুল, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন জমির হুসেন, তৃতীয় পুরস্কার পেয়েছেন সাইফুদ্দিন।
ঔষধি ও উপকরণ স্টলগুলোর মধ্যে প্রথম হয়েছে যাদুকাটা যুব সংঘ, দ্বিতীয় হয়েছে দি একমি ল্যাবরেটরিও তৃতীয় হয়েছে সরকারি কৃত্রিম প্রজনন সেবা।
প্রদর্শনী মেলায় বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া, পলাশ ইউপি চেয়ারম্যান মো. সোহেল মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আফতাব উদ্দিন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।