বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার ও সনদ প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম।
এছাড়া উপস্থিত ছিলেন দিগেন্দ্র্র বর্মন সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায়, ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাঈল হোসেন, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, মাছিমপুর দাখিল মাদ্রাসার সুপার সালেহ আহমদ, কাটাখালি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ জন বিজয়ী শিক্ষার্থী প্রত্যেককে নগদ ২ হাজার করে অর্থ পুরস্কার প্রদান করা হয়।
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের মাল্টি পারপাস সেন্টার পরিদর্শন
- এ্যাড্্ভোকেটশীপ অর্জনকারী এনইইউবি
এর শিক্ষার্থীদের সংবর্ধনা