স্টাফ রিপোর্টার
হাওরের বোরো ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ। রবিবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলার আঙ্গুরালী হাওরের বাঁধের কাজ পরিদর্শন করেন তারা। বাঁধের কাজ পরিদর্শনকালে জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, সদস্য সচিব বিন্দু তালুকদার, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার,
বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির, উপজেলা কৃষক লীগের সদস্য নাজমুল কবির সবুজ, হরিপদ দাস, পলাশ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, ফতেপুর ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজ মিয়াসহ পিআইসির সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ বাঁধের কাজ দ্রুত শেষ করার জন্য পিআইসির সদস্যদের অনুরোধ করেন।
- জগন্নাথপুর শিক্ষা উপকরণ বিতরণ
- শোকসংবাদ/শাহ আলী