বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহি অফিসার শাদি উর রহিম জাদিদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান তাজজত আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিকী তপন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির, উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ধনপুর ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী আবদুল মতিন চৌধুরী, এসআই জাকির প্রমুখ।
সভায় উপজেলায় গরু চুরি বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়াও চলতি নদীতে অবৈধ বালু উত্তোলন আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
- বিশ্বম্ভরপুরে ওয়াশ ইন ইনস্টিটিউশন প্রকল্পের অবহিতকরণ সভা
- আজ ৮০ লাখ মানুষ দ্বিতীয় ডোজ টিকা পাবেন