বিশ্বম্ভরপুরে যক্ষা কর্মসূচির ওরিয়ান্টেশন অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে যক্ষা, ম্যারেলিয়া, এইচআইভি ও কোভিড—১৯ কার্যক্রমের উপর ওরিয়ান্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা স্বাস্থ্য বিভাগ মিলনায়তনে জাতীয় যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচি ও ব্র্যাকের আয়োজনে অনুষ্ঠিত ওরিয়ান্টেশনে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকতার্ ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী।
যক্ষা কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার আজিজুল হাকিমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের এফও আহমেদ কবির চৌধুরী। বক্তব্য রাখেন ব্র্যাকের টিএ মোঃ আরিফ হোসাইন, উপজেলা নিবার্হী অফিসের প্রশাসনিক কর্মকতার্ জয়ন্ত কুমার তালুকদার।