বিশ্বম্ভরপুরে শিলাবৃষ্টি/ কিছুটা ক্ষতি হয়েছে ফসলের

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে হালকা শিলাবৃষ্টিতে ফসলের কিছুটা ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাত হয়। প্রথমে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও এক পর্যায়ে বৃহৎ খরচার হাওর সহ বিভিন্ন এলাকায় হালকা শিলা বৃষ্টি হয়। তবে গুড়ি গুড়ি বৃষ্টি অনেকক্ষণ হলেও শিলাবৃষ্টি অল্প সময়ে হয়েছে।
কৃষকরা বলছেন, খরচার হাওরের কোন কোন জমিতে ৬% থেকে ৭% ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হালকা শিলাবৃষ্টি হলেও ফসলের খুবই উপকার হবে বলে কৃষকরা মনে করছেন। খরচার পার রাধানগর গ্রামের মো. কাহিনী মিয়া বলেন, আজকের এই বৃষ্টিতে আমাদের এই বোর ফসলের অনেক উপকার হয়েছে। তবে শিলাবৃষ্টিতে কিছুটা ক্ষতিও হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া বলেন, গতকালের বৃষ্টি হওয়ায় বোর ফসলের খুবই উপকার হবে। তিনি বলেন এই হালকা শিলা বৃষ্টিতে ফসলের তেমন ক্ষতি হবে না।