বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কর্তৃক আয়োজনে সোনালী ব্যাংক বিশ্বম্ভরপুর শাখার সাবেক ম্যানেজারকে বিদায় ও নবাগত ম্যানেজারকে আনুষ্ঠানিকভাবে বরণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসের সম্মেলন কক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতি ও সাধারণ সম্পাদক শেখ সাদীর সঞ্চালনায় সোনালী ব্যাংক লি. বিশ্বম্ভরপুর শাখার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) ম্যানেজার আব্দুল সালাম মো, জুবায়ের কে বদলিজনিত বিদায় ও বর্তমান ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) সুমিত কান্তি সিংহ কে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ,, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আফতাব উদ্দিন, মো. লুৎফুর রহমান নাঈম, মো. ফরিদ আহমদ, সুজন মিয়া, মো. রইছ মিয়া। স্বাগত বক্তব্য রাখেন সদস্য আবুল কালাম।
- বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
- পণতীর্থ ও ওরসে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে