বিশ্বম্ভরপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর থানা পুলিশের আয়োজনে সর্বস্থরের জন সাধারনকে নিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (০৯মার্চ) দুপুরে বিশ্বম্ভরপুর থানা মিলনায়তনে থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল আলমের সভাপতিত্বে ওপেন হাউজ ডে আলোচনায় সভায় সর্ব সাধারণের উপস্থিতিতে সার্বিক আইনশৃংঙ্খলা সহ বিস্তারিত বক্তব্য উপস্থাপন করা হয়। সভায় থানার ২য় কর্মকর্তা এসআই মোঃ আব্দুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল আলম। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন বাদাঘাট(দঃ) ইউপি চেয়ারম্যান মোঃ ছবাব মিয়া, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল কাদির, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ইউপি সদস্য হেনু মিয়া, মোঃ ইউনুছ আলী, মোঃ বাচ্ছু মিয়া প্রমুখ। বক্তাগন উপজেলার আইনশৃংঙ্খলা বিষয়ক, মাদক প্রতিরোধ, নারী নির্যাতন সহ সার্বিক পরিস্থিতি ভালো রাখা সহ পুলিশ প্রশাসনের সাথে সর্ব সাধারনের সু-সম্পর্ক বজায় রেখে এ উপজেলাকে একটি আদর্শ উপজেলায় পরিণত করতে সকলের সহযোগীতা কামনা করা হয়।