বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন শুরু

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন শুরু হয়েছে। এই উপজেলায় এটাই প্রথম মেজর অপারেশন। মা ও নবজাতক দুইজনই সুস্থ আছেন।
মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেনের নেতৃত্বে অপারেশনে অংশ নেন ডা. সোহেল আহমেদ, ডা. মৌমিতা চৌধুরী, ডা. নিশাত রায়হানা অনন্যা, সিনিয়র স্টাফ নার্স তাসমিন জাহান ও মিডওয়াইফ তামান্না চৌধুরী। সার্বক্ষণিক উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী, মেডিকেল অফিসার ডা. সুমন চন্দ্র বর্মন, সিনিয়র স্টাফ নার্স ও ওটি ইন চার্জ আঞ্জুমান আরা, নার্সিং সুপারভাইজার শামীমা আক্তার।
জানা যায়, সোমবার বিকালে তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের জামবাগ গ্রামের আব্দুল হকের গর্ভবতী স্ত্রী হাফিজা বেগম (২১) কে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে সিজারিয়ান অপারেশনে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।
এদিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারিভাবে বিনামূল্যে সিজারিয়ান অপারেশন শুরু হওয়ায় উপজেলাবাসী আনন্দিত। সুন্দর ও সুস্থভাবে অপারেশন সম্পন্ন করায় সিভিল সার্জন ডাক্তার আহম্মদ হোসেন সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তারা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী বলেন, উপজেলায় এটাই প্রথম মেজর অপারেশন। এজন্য কৃতজ্ঞতা জানাই সুনামগঞ্জ ৪ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ এমপিকে। উপজেলা পরিষদ থেকে পেশেন্ট মনিটর মেশিন বরাদ্দ দেওয়ার কৃতজ্ঞতা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিনের প্রতি। বিশেষ কৃতজ্ঞতা উপজেলা নির্বাহী অফিসার- জনাব সাদি উর রহিম জাদিদ কে।