বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান স্মরণে শোক সভা

সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটি ও ছাত্র—ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।
সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুদ্দীন আহমদের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মাওলানা মো. আব্দুছ ছোবহান’র পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রব, আবু তাহের, আব্দুল লতিফ, আব্দুল মোতালিব, গিয়াস উদ্দিন, প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক মো. আকবর হোসেন, শিক্ষক মো. উস্তার আলী, মো. শফিকুল ইসলাম, মো. মনিরুজ্জামান, মোহিত রঞ্জন দাশ, শেফালী বেগম, আবু সায়েম, আনোয়ার হোসেন, আব্দুল্লা আল দুলাল, জাকির হোসেন, ওয়াসিম আহমেদ, নজরুল ইসলাম ও দেলোয়ার হোসেন।
প্রেসবিজ্ঞপ্তি