বীর মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ আতম সালেহ্ আর নেই

স্টাফ রিপোর্টার
বীর মুক্তিযোদ্ধা জাসদ’এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আতম সালেহ আর নেই। বুধবার দুপুর সোয়া ১২ টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি—– রাজিউন)। দীর্ঘদিন ধরে অসুস্থ্যতায় ভুগছিলেন এই রাজনীতিক। মঙ্গলবার অসুস্থ্যতা বেড়ে যাওয়ায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা-রাজনীতিক আতম সালেহ ৫০ বছরেরও বেশি সময় ধরে অসাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জেলা জাসদের দীর্ঘদিন সভাপতি ছিলেন। ফকিরি ধারার এই গুণি মানুষটির সরব পদচারণা ছিল সাংস্কৃতিক অঙ্গনেও। তিনি বহু মঞ্চ নাটকে অভিনয় করেছেন। লোকসংস্কৃতির প্রতি দরদ ছিল তাঁর। তিনি রাধারমণ ও শাহ্ আব্দুল করিম এঁর জীবন ও কর্ম সাধারণের কাছে তুলে ধরার চেষ্টা করতেন।
তাঁর মৃত্যু সংবাদে সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। অসংখ্য রাজনৈতিক কর্মী শুভানুধ্যায়ীরা মরহুমের লাশ এক নজর দেখার জন্য শহরের হাছননগরের বাসভবনে ছুটে যান।
বিকালে হাসননগরের বাসভবন প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে সন্ধ্যা ছয় টায় নাগরিকদের পক্ষ থেকে শ্রদ্মা জানানোর জন্য মরহুমের মরদেহ নিয়ে আসা হয় সুনামগঞ্জ পৌরসভা চত্বরে।
এখানে শেষ শ্রদ্মা জানান, বীর মুক্তিযোদ্ধাগণ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা।
মরহুমের মৃত্যুতে শোক জানিয়েছেন সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ্, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, প্রবীন আওয়ামী লীগ নেতা অ্যাড. আপ্তাব উদ্দিন, পিপি অ্যাড. খায়রুল কবির রুমেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ, অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, জেলা জাসদের সাবেক সভাপতি অ্যাড. রবিউল লেইছ রোকেস, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, অ্যাড. রইছ উদ্দিন আহমদ, অ্যাড. স্বপন কুমার দাস রায়, অ্যাড. নানু মিয়া, জেলা জাসদের সভাপতি এনামুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড. রুহুল তুহিন, রাজনীতিবিদ চিত্ত রঞ্জন তালুকদার, সিরাজুর রহমান সিরাজ, রেজাউল আলম নিক্কু, খেলাঘর আসরের সভাপতি বিজন সেন রায় প্রমুখ।
এদিকে সন্ধ্যায় পৌরসভা চত্বরে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ পৌরসভায় মেয়র নাদের বখত, জেলা শিল্পকলা একাডেমির পক্ষে অ্যাড. শামসুল আবেদীন, মুক্তিসংগ্রাম স্মৃতি ট্রাস্ট, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, আওয়ামী লীগ,জাসদ, খেলাঘর, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী প্রমুখ। এসময় শোকাহত রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি লোকমান আহমদ, সুনামগঞ্জ পৌরসভায় মেয়র নাদের বখত। বাদ এষা শহরের কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।