স্টাফ রিপোর্টার, তাহিরপুর
ফাজিলপুর নৌকাঘাটের বেআইনি ইজারা প্রদান বন্ধের দাবিতে ইউএনও বরাবর লিখিত আবেদন করা হয়েছে। রবিবার রক্তি যাদুকাটা নদী নৌযান মালিক ও শ্রমিকদের পক্ষে মো. ফেরদৌস আলম তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আবেদন করেন।
জানা যায়, ফাজিলপুর নামক স্থানে বালি-পাথর লোড-আনলোডের প্রয়োজনে নৌকা/কার্গো ভিড়িয়ে মালামাল উঠানামা হয়। ইদানিং ১৫/১৬ বছর যাবত ফাজিলপুর এলাকায় বালি, পাথরের ব্যবসা না থাকায় এখানে মালামাল উঠানামা হয় না। তারপরও বিগত কয়েক বছর যাবৎ উপজেলা প্রশাসন ঘাট ইজারা দেওয়ায় ইজারাদাররা চলন্ত নৌযান থেকে বে-আইনি ভাবে নৌযান শ্রমিকদের অত্যাচার নির্যাতন করে অধিক হারে টোলের নামে চাঁদা আদায় করে। প্রায়ই ইজারাদারের লাঠিয়াল বাহিনী এবং নৌযান মালিক/শ্রমিকদের মাঝে অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। ঘাটটির অপ্রয়োজনীয়তার প্রতিবেদন বিভিন্ন সময় স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। বিগত ২০১৯ সালেও এই ঘাটটির অস্তিত্ব নেই মর্মে ইজারা বাতিলের আবেদন করা হয়।
সম্প্রতি ১৪৩০ বাংলা সনের ইজারা প্রদানের জন্য উপজেলা প্রশাসন হতে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে মালামাল উঠানামা হয় না, নৌযান ভিড়ায় না সেখানে নৌকাঘাট হিসাবে ইজারা প্রদান সম্পূর্ণ বেআইনি এবং চাঁদাবাজিকে উৎসাহিত করার সামিল।
অপরদিকে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিএ) রক্তি নদীর লাউড়ের গড় পর্যন্ত উভয় তীরে মালামাল উঠানামার ইজারা দিয়ে থাকে, যা চলমান রয়েছে। ফাজিলপুর নৌকা ঘাটটি বিআইডব্লিউটি এর সীমানার মধ্যেই অবস্থিত।
আবেদনে আরো উল্লেখ করা হয় একই নদীতে দু’টি সরকারি সংস্থার ইজারাদার টোল আদায় করে। তাহিরপুর উপজেলার প্রকাশিত ১৪৩০ বাংলার ইজারা কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ করা হয় মো: ফেরদৌস আলম আবেদনে।
আবেদনের কপি চেয়ারম্যান বিআইডব্লিউটিএ মতিঝিল ঢাকা ও জেলা প্রশাসক সুনামগঞ্জ বরাবরেও অনুলিপি দেয়া হয়েছে। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী (নাজির) মো. আব্দুর রাকিব পাঠান এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে বিগত বছরগুলো ন্যায় এবারও ১৪৩০ বাংলা সনের জন্য উপজেলার ফাজিলপুর নৌকা ঘাটটি ইজারা প্রদান করা হবে। সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত ছাড়া হঠাৎ করে ইজারা কার্যক্রম বন্ধ করা সম্ভব নয় বলে তিনি জানান।
- ক্যানসার মানেই নো আনসার হয়ে থাকবে?
- ধর্মপাশায় ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু