স্টাফ রিপোর্টার
‘স্বাস্থ্যখাতে চাই সুশাসন’ স্লোগান নিয়ে সুনামগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে রবিবার দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের সভাকক্ষে কর্তৃপক্ষের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে টিআইবির অনুপ্রেরণায় গঠিত সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটি (সনাক)।
সভায় হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও বাড়াতে কিছু সুপারিশ তুলে ধরা হয় সনাকের পক্ষ থেকে।
সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক) মো. আনিসুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে হাসপাতালে বৈকালিক সেবা চালু হয়েছে। বিষয়টিকে সরকার খুবই গুরুত্ব দিয়েছে। আমরা বিভিন্নভাবে প্রচার চালাচ্ছি। কিন্তু আরও প্রচারনা প্রয়োজন। একই সঙ্গে হাসপাতালে এনসিডি (নন কমিউনিকেবল ডিজিজ) কর্নারে বিশেষ সেবা দেওয়া হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসপাতালে সেবা নিতে আসা রোগীদেও চিকিৎসক ছাড়া অন্যকেউ ব্যবস্থাপত্র দিকে পারবে না। যদি কোনো ইন্টার্ন চিকিৎসক ব্যবস্থাপত্র দেন তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আনিসুর রহমান বলেন, হাসপাতালে চিকিৎসক, নার্সসহ সব পর্যায়ে জনবল সংকট রয়েছে। ফলে চিকিৎসক, নার্সদের প্রচুর চাপ নিয়ে কাজ করতে হচ্ছে। তারপরও সীমিত জনবল নিয়ে প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে।
সভায় সনাকের পক্ষ থেকে তুলে ধরা সুপারিশগুলো হচ্ছে, দ্রুত তথ্য ও অনুসন্ধান কেন্দ্র, হেল্প ডেস্ক কার্যকরী করার উদ্যোগ গ্রহণ; ইন্টার্নদের দিয়ে ব্যবস্থাপত্র না দেওয়া, সময়মতো চিকিৎসকদের উপস্থিতি উপস্থিতি নিশ্চিত করা; কোনো বিভাগে চিকিৎসক অনুপস্থিত থাকলে, তা আগাম নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া, হাসপাতালের ভিতর ও বাহির সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা; বৈকালিক সেবা সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানো বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে মাইকিং করার ব্যবস্থা করা।
সনাকের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির সহ আহবায়ক নূরুর রব চেšধুরীর সভাপতিত্বে ও টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আরিফুর রাহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন হাসপাতালের উপপরিচালক মো. আনিসুর রহমান। এ ছাড়াও বক্তব্য দেন হাসপাতালের নার্সিং সুপারভাইজার রুপালী রায়, সেবা তত্ত্বাবধায়ক মহিবুন নেছা, ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ ও হেলথ এডুকেটর নয়ন দাস, সুনামগঞ্জ সনাকে সহসভাপতি অ্যাডভোকেট খলিল রহমান, সনাক সদস্য যোগেশ^র দাস, এনামুল হক চৌধুরী, সক্রিয় নাগরিক দলের সমন্বয়কারী শাহাজাহান আলম সিদ্দিকী, সহ সমন্বয়কারী মুজাহিদুল ইসলাম ও কলি বেগম, সদস্য প্রদীপ কুমার পাল ও লক্ষী দাস, ইয়েস দলনেতা মাহমুদুল হাসান।
- বিপন্ন প্রাণী তক্ষক উদ্ধার
- জগন্নাথপুরে গুলিতে হত্যা, মূলহোতা গ্রেপ্তার, উদ্ধার বন্দুক