নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ডে অব ট্রাস্টিজ এর সদস্য মাহমুদুর রশীদ (সালাম) এর মৃত্যুতে এনইইউবি পরিবার গভীর শোকাহত। তিনি গত ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৫টায় মীরাবাজারস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজিউন)।
এক শোকবার্তায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ আফজল মিয়া এবং উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, মাহমুদুর রশীদ (সালাম) এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন নিবেদিতপ্রাণ অভিভাবক হারালো।
শোকবার্তায় তাঁরা নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবার, আত্মীয় স্বজন, গুণগ্রাহীসহ সকলের প্রতি গভীর সমবেদনা জানান ।
প্রেস বিজ্ঞপ্তি
- দোয়ারায় জাতীয় বীমা দিবস পালন
- আজ থেকে বুস্টার ডোজ সাময়িক বন্ধ