ছাতক প্রতিনিধি
ছাতকে এক বক্তি বয়স্কভাতার টাকা স্থানীয় ইউপি সদস্য কর্তক আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রায় ৫ বছর ধরে ওই ভাতাভোগীর কার্ড দিয়ে নিয়মিত বয়স্কভাতার টাকা উত্তোলন করে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য মাসুম আহমদ আত্মসাৎ করে যাচ্ছেন বলে অভিযোগ তুলেছেন নরসিংপুর-বরাটুকা গ্রামের মৃত মেহের উল্লাহ’র পুত্র, বয়স্কভাতা তালিকাভক্ত আব্দুন নুর।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে ১১ মে আব্দুর নুর ইউপি সদস্য মাসুম আহমদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ থেকে জানা যায়, সরকারি বিধি অনুযায়ী ২০১৯ সালে ওই ইউপি সদস্যের মাধ্যমে বয়স্কভাতা তালিকাভুক্ত হন ৮৫ বছর বয়সী আব্দুন নুর। তার ভাতা বহি নং ৮২, ক্রমিক নং ১৩০১৭৪ এবং ব্যাংক একাউন্ট নাম্বার ১১৬২৩২। আব্দুন নুরের ভাতার কার্ড অনুমোদনের পর থেকে ইউপি সদস্য মাসুম আহমদ কৌশলে গোপন রেখে তিনি নিজেই জাল-জালিয়াতির মাধ্যমে নিয়মিত ভাতার টাকা উত্তোলন করে আত্মসাত করে যাচ্ছেন। ব্যাংক হিসাব অনুযায়ী এ পর্যন্ত ইউপি সদস্য মাসুম আহমদ ভাতাভোগি আব্দুন নুরের ১৯ হাজার ৪ শত টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন।
ভাতা কার্ডধারী আব্দুন নুর জানান, তিনি ৮ নং ওয়ার্ডের নরসিংপুর-বরাটুকা গ্রামের বাসিন্দা। বয়স্ক ভাতার জন্য তিনি ২০১৯ সালে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, নিজের ছবি সহ আনুসাঙ্গিক কাগজপত্র ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জমা দিয়েছেন। পরবর্তিতে তার নামে বয়স্কভাতার কার্ডও ইস্যু হয়েছে। তবে বয়স্কভাতার কার্ডটি ভুল বশতঃ ইস্যু হয়েছে ৯ নং ওয়ার্ডের বাসিন্দা হিসেবে। তার এ কার্ড দিয়ে নিয়মিত ভাতাও উত্তোলন করা হয়েছে। ইউপি সদস্য মাসুম আহমদ এসব কারসাজি করে তার ভাতার টাকা উত্তোলন করে আত্মসাত কে ছেন। সম্প্রতি এ বিষয় নিয়ে জানাজানি হলে ১৭ এপ্রিল মাসুম আহমদ তাকে ভাতার কার্ড বুঝিয়ে দিয়েছেন।
এ ব্যাপারে ইউপি সদস্য মাসুম আহমদ জানান, শীঘ্রই বিষয়টি নিষ্পত্তি করা হবে। একটি মহল এ নিয়ে ষড়যন্ত্র করছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান জানান, আব্দুন নুরের জাতীয় পরিচয় পত্রের সাথে বয়স্কভাতার কার্ড ও ছবির মিল আছে। ৮ বা ৯ নং ওয়ার্ড এটি সংশোধন যোগ্য। বয়স্ক ভাতার টাকাও সময়মত পরিশোধ হচ্ছে। মালিক ছাড়া কেঊ কোনভাবে টাকা উত্তোলন করলে এটি শাস্তিযোগ্য অপরাধ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান, চৌধুরী অভিযোগ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
- একটা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না আজ
- কলা পাকাতে ‘মেডিসিন’