স্টাফ রিপোর্টার
তাহিরপুরে ভাইয়ের হাতে ভাই হত্যা মামলার প্রধান আসামীসহ এজহারনামীয় ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে ঢাকার ফকিরাপুল থেকে এই ৫ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান র্যাব- ৯ এর অধিনায়ক উইং কমান্ডার মোমিনুল হক।
গ্রেপ্তারকৃতরা হলেন, তাহিরপুর উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা তাহির আলীর ছেলে নুরুল হক, মো. শাহজালাল, শাহ আলম ও মো. নুরুল হকের ছেলে মো. রুমনাজ মিয়া, মো. নাঈম মিয়া।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল ১৯ জানুয়ারি সকালে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে নুরুল আমিনকে তার ভাই ও ভাইয়ের ছেলেরা গুরুত্বর জখম করে। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
ঘটনার দিন সন্ধ্যায় নুরুল আমিনের ছেলে বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর থেকে আসামীরা পলাতক ছিলো। বুধবার অভিযান চালিয়ে ঢাকা থেকে এই মামলার প্রধান আসামীসহ ৫ জনকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব ৯ এর অধিনায়ক উইং কমান্ডার মোমিনুল হক বলেন, আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
- ভারতীয় ৫৫ বস্তা চিনিসহ গ্রেফতার ২
- ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহীর মৃত্যু