ভারতীয় ৫৫ বস্তা চিনিসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ চিনিসহ একটি ট্রাক আটক করেছে র‌্যাব-৯।
বৃহস্পতিবার ভোরে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে অভিযান চালিয়ে ভারতীয় ৫৫ বস্তার চিনিসহ ট্রাক আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে অভিযান চালিয়ে একটি মিনি ট্রাক আটক করা হয়। তখন ট্রাকে তল্লাশী চালালে ৫০ কেজি ওজনের মেঘনা গ্রুপের ফ্রেশ ব্র্যান্ডের মোড়কে ভারতীয় ৫৫ বস্তা চিনি পাওয়া যায়। যার বাজার মূল্য ২ লাখ ২০ হাজার টাকা। এসময় ট্রাকে থাকা ২ জন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৯ অধিনায়ক ও সিলেট অঞ্চলের উইং কমান্ডার মো. মোমিনুল হক বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে র‌্যাবের নজরদারি আছে।