স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ভাষা দিবসের শ্রদ্ধাঞ্জলি প্রদর্শনের সময় সবচেয়ে বেশি জমায়েত ছিল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের। দিবসের প্রথম প্রহরে রাত ১১ টা থেকেই জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি নুরুল হুদা মুকুটের নেতৃত্বে পৌর বিপণির দলীয় কার্যালয়ে এবং সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিনের নেতৃত্বে পৌরসভা চত্বরে দলীয় নেতাকর্মীরা সমবেত হন। পরে পৃথক স্থানে জমায়েত হওয়া নেতা কর্মীরা আলফাত স্কয়ারে এসে একসঙ্গে সমবেত হয়ে সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। এসময় সুনামগঞ্জ পৌরসভার মেয়র দলীয় নেতা নাদের বখ্তসহ বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে দিবসের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানান।

এর আগে জেলা প্রশাসক, মুক্তিযোদ্ধাগণ, বিচার বিভাগ, পুলিশ সুপার শহিদ মিনারে ভাষা শহিদদের শ্রদ্ধা জানান।
সকালে সিপিবি, উদীচী, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্মাঞ্জলী জানান হাজারো মানুষ। ভাষা দিবস উপলক্ষে বেলা সাড়ে ১১টায় জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমেদের নেতৃত্বে বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায়।