স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম এবং সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার।
- ছাতকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জারিমানা
- হাম রুবেলা টিকাদান কর্মসূচি, জেলা কো-অর্ডিনেশন কমিটির সভা