মধ্যনগরে অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর ভস্মীভূত

মধ্যনগর প্রতিনিধি|| মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের জমশেরপুর গ্রামে অগ্নিকা-ে এক কৃষকের বসতঘর, মজুদকৃত ধান ও নগদ টাকা পুড়ে ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক জমশেরপুর গ্রামের মৃত. রঘুনাথ সরকারের ছেলে নিবারন সরকার (৪০)।
স্থানীয় ইউপি সদস্য সনেট তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে বাড়ির কাজ সেরে ৬ মাসের শিশু সন্তানকে নিয়ে ঘরে শুয়ে ছিলেন নিবারনের স্ত্রী অঞ্জনা রানী সরকার। হঠাৎ করেই নিবারনের ঘর থেকে ধোঁয়া উঠতে দেখেন প্রতিবেশীরা। মুহূর্তেই আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা এসে ঘর থেকে অঞ্জনা রাণী ও তার শিশু সন্তাকে বের করে নিয়ে আসেন। পরে প্রতিবেশীদের আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক নিবারন সরকার।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, ক্ষতিগ্রস্তের বাড়িঘর পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।