মধ্যনগর সংবাদদাতা
মধ্যনগরে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আয়নুল হক এর বসত বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত রুপনগর ছড়ার পশ্চিম পাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করছিল।
মধ্যনগর থানার ওসি জাহিদুল হক জানিয়েছেন, ৮০ বছর বয়সী ওই ব্যক্তি গত বুধবার সন্ধ্যা থেকে অসুস্থ ছিল। ধারণা করা হচ্ছে সে কারণেই তার মৃত্যু হয়েছে। যদি কেউ তার পরিচয় জানেন তাহলে মধ্যনগর থানায় যোগাযোগ করতে বলা হলো।
- মধ্যনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি
- বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের বাৎসরিক পরিকল্পনা সভা