মধ্যনগরে আইন শৃঙ্খলা সভা

মধ্যনগর সংবাদদাতা
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান।
সভায় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বক্তব্য রাখেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল হক। এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ইউপি চেয়াম্যান নুরনবী তালুকদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুল হাসান বিপ্লব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, মধ্যনগর বিপি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার প্রমুখ।