মধ্যনগর সংবাদদাতা
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৩৮টি মৌজার সমন্বয়ে নতুন করে একটি ইউনিয়ন ভুমি কার্যালয় সৃজনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খানের সভাপতিত্বে বক্তব্য দেন মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নুর নবী তালুকদার, বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ, ওই ইউপির সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, মধ্যনগর বাজার বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, মধ্যনগর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আরমান আলী, সাংবাদিক এমএ মান্নান প্রমুখ। মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে ইউনিয়ন ভূমি অফিস স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নাহিদ হাসান খান বলেন, ‘যে স্থানে মধ্যনগর ইউনিয়ন ভূমি কার্যালয়ের কার্যক্রম চলে সেখানে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় ও ওই পদ সৃজনের জন্য ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয় থেকে জন প্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। মধ্যনগর ও চামরদানির কার্যক্রম মধ্যনগর ইউনিয়ন ভূমি কার্যালয়ে এবং বংশীকুন্ডা দক্ষিণ ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কার্যক্রম পরিচালনার জন্য মহিষখলা বাজারে একটি নতুন ইউনিয়ন ভূমি কার্যালয় স্থাপনের প্রস্তাবনা গৃহিত হয়েছে।
- জগন্নাথপুরে ধনঞ্জয় দাস ধনু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন
- জামালগঞ্জে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত